Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ছেঁউড়িয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব আজ শুরু

করোনার কারণে টানা দুই বছর পর কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর আঁখড়াবাড়ীতে দোলপূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে লালন স্মরণোৎসব। 

সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিন ব্যাপি এই স্মরণোৎসবের আয়োজন করেছে কুষ্টিয়ার লালন একাডেমি।  

“মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল সম্রাটের এই আধ্যাত্মিক বাণীর স্লোগানে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হয়ে উৎসব চলবে বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত।

লালন শাহ্ জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন তার অনুসারীরা। কিন্তু করোনার কারণে দুই বছর বন্ধ ছিলো এই আয়োজন। ইতিমধ্যে এ উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার কালি নদীর তীরে লালন আঁখড়াবাড়ীতে সাধু ভক্তরা সমবেত হয়েছেন। 

তিন দিনের এ আয়োজনে সাধুদের আনুষ্ঠানিকতার বাইরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। উদ্বোধনী দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা এবং পরে বাউল গানের আয়োজন রয়েছে।

মঙ্গলবার প্রথম দিনের আলোচনায় প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, এনডিসি। বুধবার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বৃহস্পতিবার শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ এমপি।

তিন দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. সাইদুল ইসলাম।  

জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, তিনদিনের এই উৎসবকে ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।