Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ছয়দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছয়দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

রবিবার (২ অক্টোবার) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক সংগঠনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছে শারদীয় দূর্গাপুজা উদযাপনের জন্য রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা আমদানি-রপ্তানি করবে না। যেহেতু ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি করবে না তাই আমাদেরকে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।

এদিকে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কতৃপক্ষ। আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, পূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, সিমেন্ট,পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।