Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চীনে রকেট মেরে বৃষ্টি ঝরানোর চেষ্টা, অতঃপর...

চীনে রকেট মেরে বৃষ্টি ঝরানোর চেষ্টা, অতঃপর...

চীনে রকেট মেরে বৃষ্টি ঝরানোর চেষ্টা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র খরা মোকাবেলায় মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের কিছু এলাকায় কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ। খরায় এশিয়ার দীর্ঘতম জলপথ চীনের ইয়াংজি নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গেছে। নদীর কোনো কোনো অংশে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টিপাত হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, জলবিদ্যুতের জলাধারগুলোর পানি বর্তমানে অর্ধেকে নেমে এসেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, খরা কবলিত ইয়াংজি নদীর আশপাশের প্রদেশগুলোতে অনাবৃষ্টি মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। হুবেইসহ বেশ কয়েকটি প্রদেশে রকেটের মাধ্যমে মেঘ গলিয়ে বারিধারা নামাতে রাসায়নিক ছেটানো হচ্ছে।

তবে দেশটির কিছু কিছু অঞ্চলের আকাশে পর্যাপ্ত মেঘও না থাকায় সেসব স্থানে কৃত্রিম বৃষ্টি ঝরানো সম্ভব হচ্ছে না।

ইতোমধ্যে সিচুয়ান ও পার্শ্ববর্তী অন্যান্য প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্থানীয় পত্রিকা সিচুয়ান ডেইলির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রদেশের সরকারি অফিসগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ ছাড়া কর্মীদের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে বলা হয়েছে। প্রদেশটির লাখ লাখ মানুষ বিদ্যুিবভ্রাটের কবলে পড়ছে। সূত্র : বিবিসি