Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১৬, যোগ হচ্ছে ২ সিংহ

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) রয়েছে। চিড়িয়াখানার খাঁচায় অতিরিক্ত বাঘের সংকুলান না হওয়ায় নির্মিত হচ্ছে নতুন খাঁচা। 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে এই নতুন বাঘের খাঁচা নির্মাণ শুরু হয়েছে। এ ছাড়া এই মাসে চিড়িয়াখানায় যুক্ত হচ্ছে নতুন ২টি সিংহ এবং ৮টি ওয়াইল্ড বিস্ট। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান সোমবার জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা বর্তমানে পশুপাখিতে অনেক সমৃদ্ধ। এখানে শুধু বাঘের সংখ্যাই ১৬টি। যার অধিকাংশই জন্ম হয়েছে এই চিড়িয়াখানায়। এ ছাড়া এখানে রয়েছে বিরল প্রজাতির সাদা বাঘ। বর্তমান স্থিত খাঁচায় স্থান সংকুলান না হওয়ায় বাঘের জন্য আরও আধুনিক নতুন খাঁচা নির্মিত হচ্ছে। সোমবার থেকে নতুন খাঁচার নির্মাণকাজ শুরু হয়েছে। 

জেলা প্রশাসক জানান চলতি মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও যুক্ত হচ্ছে ২টি সিংহ, ৮টি ওয়াইল্ড বিস্ট এবং ৬টি ম্যাকাও। এ ছাড়া গত মাসে যুক্ত হয়েছে ৫টি ক্যাঙারু।

জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা আগামী এক বছরের মধ্যে আরও উন্নত ও আধুনিকায়ন করা হবে। উন্নয়নে পুরোপুরি বদলে যাবে এই চিড়িয়াখানার চিত্র। চট্টগ্রামে চিড়িয়াখানার বর্তমান পরিবেশ পশুপাখির অনুকুল হওয়ায় এখানে পশুপাখির সুস্থ প্রজনন বৃদ্ধি পাচ্ছে। 

আগামীতে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে ১১০ একর জায়গায় নতুন চিড়িয়াখানা ও সাফারি পার্ক নির্মাণের মাস্টার প্ল্যান করা হচ্ছে। কয়েক মাসের মধ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শেষ হবে বলে জানান জেলা প্রশাসক।