Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চট্টগ্রামে দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণপদ রায় বলেছেন, চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার আসামিরা জামিনে থাকায় এবারের দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে সনাতন ধর্মালম্বীরা শঙ্কা প্রকাশ করলেও কোনো হুমকির তথ্য নেই।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বন্দরনগরীর জেএম সেন হলের মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার বলেন, আইনের হাত অনেক লম্বা। কেউ কেউ কোনো কাজ করে এক সময়ে হয়ত আমাদের বিভ্রান্ত করেছে বা অস্বস্তিতে ফেলেছে কিন্তু আইনের চূড়ান্ত বিচারে তারা পরাজিত হবেন। পুলিশের পক্ষ থেকে আমরা একটা কড়া মেসেজ দিতে চাই, কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো কার্যক্রম বা ষড়যন্ত্র করে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।

মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএম সেন হলে প্রতি বছর পূজার আয়োজন করা হয়। গত বছর বিজয়া দশমীর দিন মিছিল সহকারে ওই মণ্ডপে হামলা হয়েছিল। পরে প্রায় ১০০ জনকে শনাক্ত করে গ্রেপ্তারও করেছিল পুলিশ। বিভিন্ন সময়ে তারা সবাই জামিনে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার নগর পূজা কমিটি সংবাদ সম্মেলন করে তাদের আশঙ্কার কথা তুলে ধরে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিএমপি কমিশনার বলেন, যারা জামিনে আছেন, তাদের নজরদারিতে রাখা হয়েছে। পুনরায় তারা এ ধরনের কাজ করছে কি না সেটা নিয়েও ফলোআপে রাখা হয়েছে। প্রতিটি মণ্ডপে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশি নজরদারি থাকবে। পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে সোয়াত।

জেএম হল মণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। জড়িতদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শৃঙ্খলা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপ এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শৃঙ্খলা কমিটি করা হয়েছে। তারা পুলিশের সাথে কাজ করবে।
সবার উপস্থিতিতে সার্বজনীন এ উৎসবকে সার্বজনীন নিরাপত্তায় শেষ করতে চায়।

সিএমপি কমিশনার বলেন, প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা সাজানোর সময় আমরা প্রত্যাশা করি, সবকিছু ভালো হবে। কিন্তু যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলারও প্রস্তুতি আমাদের আছে।

সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগে পূজা কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমা বিসর্জনের দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ নয়টি স্থানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গঠনের কথা জানিয়ে তিনি সন্ধ্যা ৬টার মধ্যে তা শেষ করার অনুরোধ জানিয়েছেন। পুলিশ কমিশনারের সঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তার পাশাপাশি পূজা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

এমকে