Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সামনে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জনগণের জান-মালের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে।’

রোববার (২৭ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ না চাইতেই অনেক কিছু দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিদান হিসেবে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একটি টিম হয়ে সর্বোচ্চ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকা শহরে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকার বিকল্প নেই।’ 

স্বাধীনতাযুদ্ধে পুলিশের অবদান স্মরণ করিয়ে দিয়ে কমিশনার বলেন, ‘১৯৭১ সাল থেকে এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়নি পুলিশ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোড়া হয় রাজারবাগ পুলিশের অস্ত্র থেকে। ওই প্রতিরোধযুদ্ধে শহীদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুরুষ পুলিশ সদস্য।’