Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিতের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের লক্ষ্য বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ করা। আইরিশ মেয়েদের হারিয়ে শুরু হয়েছিল নিগার সুলতানা জ্যোতিদের বাছাইপর্ব যাত্রা, ফাইনালেও তাদের প্রতিপক্ষ তারা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের একটাই লক্ষ্য এবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া। অধিনায়ক জ্যোতির নজর সেদিকেই।

জ্যোতি বলেন, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’

এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমিতে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সেরাটা ধরে রেখেছেন জ্যোতির দল।

‘পুরো টুর্নামেন্টে মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে’-এভাবেই বলছিলেন জ্যোতি।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। বাছাইপর্ব থেকে আসা বাংলাদেশ-আয়ারল্যান্ডসহ মোট ১০ দল লড়বে ট্রফির লড়াইয়ে।

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলেছিল স্বাগতিক হিসেবে। এরপর ২০১৫, ২০১৮, ২০১৯ সালে বাছাইপর্বে রানার্সআপ ও দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলে টাইগ্রেসরা।