Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ঢাবিতে তিনটি শাখায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অভ্যন্তরীণ তিনটি শাখায় নতুন কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে বিজয় একাত্তর হলে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখায় আংশিক কমিটি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের নোটপ্যাডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটি প্রকাশ করা হয়৷

নতুন কমিটিতে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখায় সভাপতি হিসেবে মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ রাফিউল শাহ আকন্দ শুভকে মনোনীত করা হয়েছে। আরিফ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এবং রাফিউল শাহ আকন্দ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখায় সভাপতি হিসেবে আশফাক ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে সামছুল আরেফিন সেজানকে মনোনীত করা হয়েছে। আশফাক ফেরদৌস সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এবং সামছুল আরেফিন সেজান একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, বিজয় একাত্তর হলে সজীবুর রহমান সজীবকে সভাপতি ও মুহাম্মদ আবু ইউনুসকে সাধারণ সম্পাদক করে গত ২ ফেব্রয়ারি আংশিক কমিটি প্রদান করা হয়। তবে সোমবার সহ-সভাপতি পদে ৪১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনসহ মোট ১৭১ জনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ভোরের কাগজকে বলেন, আমরা ছাত্রলীগের কর্মঠ, ছাত্রদের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেশি, একাডেমিক ও কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যারা এগিয়ে তাদের নেতৃত্বে নিয়ে আসার দিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

এমকে