Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ঢামেক অ্যালামনাই ট্রাষ্টের নতুন প্রেসিডেন্ট আমজাদ, ভাইস-প্রেসিডেন্ট নাঈম

ucb stock regular

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আমজাদ হোসেন। ভাইস-চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ডা. নাঈম সর্দার ও অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) অ্যালামনাই  ট্রাষ্টের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢামেক প্রশাসনিক ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবপূর্ণ পরিবেশে  চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাত আনুমানিক ০১ টার দিকে নির্বাচন কমিশনার ডা. ফারুক আহমেদ ও ডা. দিপল কৃষ্ণ অধিকারী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৪২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৯ জন। ১৯টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী।

LankaBangla securites single page

নির্বাচনে চেয়ারম্যান ইলেক্ট পদে অধ্যাপক ডা. আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ইলেক্ট পদে তিনি পেয়েছেন ৬২৯ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জামাল উদ্দীন পেয়েছেন ৩৩২ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপক ডা. নাঈম পেয়েছেন ৫৩২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. মোশারফ পেয়েছেন ৪২৭ ভোট।

জেনারেল সেক্রেটারি পদে বিজয়ী অধ্যাপক ডা. দেবেশ পেয়েছেন ৫৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. রানা পেয়েছেন ৩৮৫ ভোট। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. তামিম পেয়েছেন ৪৭৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. রিজবি পেয়েছেন ৪৬৯ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. সঞ্চয় সিনহা, সায়েন্টিফিক সম্পাদক পদে ডা. রাজ দত্ত, দপ্তর সম্পাদক পদে ডা. সাহেক আবদুল্লাহ, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ডা. মাশফিক ও সোশ্যাল ওয়েলফেয়ার পদে প্রফেসর ডা. হিমেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পদে জয়লাভ করেছেন অধ্যাপক ডা. এস কে নুরুল ফাতেহ রুমি, প্রফেসর ডা. মনি লাল আইচ লিটু, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. মোজাম্মেল হোসেন খান, ডা. হাসানুর রহমান, অধ্যাপক ডা. আবু হানিফ টাবলু, ডা. জিকো, ডা. মুন্না, ডা. সালেহীন, ডা. ফাহিমা।