Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫২৫

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন তিনজন। এর আগে গত ১ অক্টোবর দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫২ জন। ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন ১৫ হাজার ৬১৫ জন।