Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডেসটিনির পরিচালক রফিকুল আমীনের স্ত্রীর আত্মসমর্পণ

ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় গ্রুপের দণ্ডপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী মিসেস ফারাহ দীবা আত্মসমর্পণ করেছেন।

রোববার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফারাহ দীবা। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ মে এ মামলায় রফিকুল আমিনকে ১২ বছর, তার স্ত্রী ফারাহ দীবাকে ৮ বছরসহ আরও ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন একই আদালত। পাশাপাশি আসামিদের ২৩শ কোটি টাকা অর্থদণ্ড করা হয়।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন বলে মামলা সূত্রে জানা যায়।