Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডিএন‌সি‌সির কাউন্সিলর অফিসে পাওয়া যা‌বে জন্মনিবন্ধন সনদ

জনদুর্ভোগ কমিয়ে জন্মনিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে কাউন্সিলর অফিস থেকে নাগরিকদের জন্মনিবন্ধন সনদপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর‌পোরেশন (ডিএনসিসি)। এ বিষয়ে সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে জন্মনিবন্ধন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর হবেন নিবন্ধক। সহকারী নিবন্ধক হবেন কাউন্সিলর দপ্তরের সচিব। এর ফলে কাউকে আর কষ্ট করে আঞ্চলিক কার্যালয়ে যেতে হবে না।

রোববার (২৭ নভেম্বর) ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অনুষ্ঠিত ১৮তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

জন্মনিবন্ধনের ক্ষেত্রে আবেদন করে নির্ধারিত সময়ে ডিএনসিসির আঞ্চলিক অফিস থেকে তা সংগ্রহ করতে হয়। এর ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তাই, জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে এটি ওয়ার্ড পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

কর‌পোরেশন সভায় মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশনে ‘বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ মোল্লা’, ‘বীর মুক্তিযাদ্ধা আব্দুল আজিজ' ও শিয়ালবাড়ি মোড় এলাকায় 'বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাহ' নামে তিনটি সড়কের নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও সভায় এডিস ও কিউলেক্স মশা নিধন এবং জলাশয় পরিষ্কার করতে ক্রাশ প্রোগ্রাম, গোরস্থান নির্মাণের জন্য ৬ কাঠা জমি ক্রয়, বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি, গণপরিসরে স্ট্রিট ভেন্ডর ব্যবস্থাপনা কর্যক্রমসহ বেশকিছু বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।