Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডলারের কারণে ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

ucb stock regular

ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।’

LankaBangla securites single page

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ীরা) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।’

টিপু মুনশি বলেন, ‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনও যদি ধরা হয় ডিজেলের দাম আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন, এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশেপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।’

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোনও তদারকি আছে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না। কতটুকু বাড়ার কথা সেটা সড়ক পরিবহন মন্ত্রণালয় ঠিক করছে। আরও আলোচনা চলছে, এক্সাক্টলি কত হওয়া উচিত। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অর্থসূচক/এএইচআর