Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডলারের পরিবর্তে রুশ মুদ্রা রুবলে গ্যাস কিনবে তুরস্ক

ডলারের পরিবর্তে এখন থেকে রুশ মুদ্রা রুবলে রাশিয়ার জ্বালানি গ্যাস কিনবে তুরস্ক। এরই মধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ক চুক্তিও হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে তুরস্কের জ্বালানি সম্পদ মন্ত্রণালয়।

গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ পরিবর্তনের আভাস দেন তিনি। খবর আরব নিউজ, ডয়চে ভেলের।

তখন এরদোগান আরও বলেছিলেন, পারস্পরিক বাণিজ্য শত বিলিয়ন ডলারে উন্নীত করতে তুরস্ক ও রাশিয়া ঐকমত্যে পৌঁছেছে। বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান এ বিষয়ক একটি রোডম্যাপেও স্বাক্ষর করেছেন বলে জানান। তার এক সপ্তাহ পরেই ডলারের পরিবর্তে রুবলে গ্যাস কেনার ঘোষণা এলো দেশটির সরকারের পক্ষ থেকে।

গত ২৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রুবল ছাড়া অন্য কোনো মুদ্রায় গ্যাস বিক্রি করবে না রাশিয়া।

ডি- এইচএ