Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দেবীগঞ্জে ভিজিডি’র চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Panchagar news
Panchagar news

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: গত ২৭ নভেম্বর দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ২৫টন চাল আত্মসাতের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম ফেরদৌসকে আহবায়ক করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম। তিনি রবিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২০২১-২২ সালের ভিজিডি/ভিডব্লিউবি আওতাধীন কর্মসূচির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮৪৫ জন। তার বিপরীতে মাসে চাল বরাদ্দ পায় ২৫.৩৫০ মেট্রিকটন। গত জুলাই ও আগস্ট মাসের বরাদ্দের চাল একসাথে উত্তোলন করে এক মাসের বিতরণ করা হয়েছে এমন অভিযোগ উপকারভোগীদের। এছাড়াও দুই বছরের ভিজিডি কার্ডে ২২ মাস পার হলেও চাল পেয়েছেন দুই বস্তা। কেউ জানেন না, তার নাম ভিজিডি কার্ডের তালিকায় রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ যেহেতু নাই, আমি সংবাদ প্রকাশের আগেই তদন্ত শুরু করেছি। জানতে পেরেছি সংবাদ প্রকাশিত হওয়ার পর চাল বিতরণ করেছেন।

তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন চিঠি পাইনি। পেলে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করব।