Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দেশে করোনায় মৃত্যু আরও ৬

ucb stock regular

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৬২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৮৮টি। এ পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

LankaBangla securites single page

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৫৮ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকায়, ১ জন চট্টগ্রামে, ১ জন রাজশাহী ও ২ জন বরিশালে অবস্থান করছিলেন।

অর্থসূচক/এএইচআর