Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দেশের যেসকল এলাকায় আঘাত হানল ভূমিকম্প

দেশের যেসকল এলাকায় আঘাত হানল ভূমিকম্প

দেশের যেসকল এলাকায় আঘাত হানল ভূমিকম্প

এমটি নিউজ২৪ ডেস্ক : যশোর অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০ সেকেন্ডের মতো স্থায়ী এ ভূমিকম্পে মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ বিকেল ৫টা ২৯মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করতে শুরু করেন স্থানীয়রা। ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

এছাড়াও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। জেলার ৯টি উপজেলায়ও এ ভূকম্পন অনুভূত হয়। 

তবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, মোংলাসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা কত ছিল, তা ঢাকা থেকে তথ্য সংগ্রহের পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।