Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ধাওয়ানের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার

চার বছর আগে অর্থাৎ ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে ৬৮৯ রান করেছিলেন শিখর ধাওয়ান। যা ছিল ভারতের কোনো ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান। সেটি ভেঙে শীর্ষে যেতে সূর্যকুমারের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। আজ বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আনরিখ নরকিয়াকে পর পর দুই বলে দুই ছক্কা মেরে ধাওয়ানকে পেছনে ফেলেন তিনি।

সূর্যকুমার ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। তার মোট রান এখন ৭৩১*।

চলতি বছর ২১ ম্যাচ খেলে এই রান করেছেন তিনি। ৭৩১ রান করতে তিনি একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজের শেষ ম্যাচে ২০১৬ সালে এক পঞ্জিকাবর্ষে বিরাট কোহলির করা ৬৪১ রানের রেকর্ড ভাঙেন।

সূর্যকুমার যে ফর্মে আছেন তাতে কোথায় গিয়ে তিনি থামেন দেখার বিষয়।