Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দিলকুশায় স্মার্টশেয়ার অ্যান্ড সিকিউরিটিজের নতুন ব্রাঞ্চ

ঢাকার দিলকুশায় নতুন ব্রাঞ্চে উদ্বোধন করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ব্রোকারেজ হাউজটির নতুন ব্রাঞ্চে লেনদেন শুরু হয়। স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কনর্সান প্রতিষ্ঠান স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ।

ব্রাঞ্চটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুর মোহাম্মদ বাবু, বিজনেস কনসালটেন্ট ও সিএও এম তালুকদার এবং ইউনাইটেড ফ্যাইনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হাসান জাবেদ চৌধুরীসহ প্রমুখ।

স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ বাবু বলেন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং তাদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চায় স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ।

এসময় প্রতিষ্ঠানটির বিজনেস কনসালটেন্ট ও সিএও এম তালুকদার বলেন, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ নতুন ব্রাঞ্চ ওপেন করেছে নিজেদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য। তবে সেটা বিনিয়োগকারীদের স্বার্থ শতভাগ রক্ষা করেই করতে চায়। পুঁজিবাজারে গুজব ভয়াবহ হয়ে উঠেছে, আমরা বিনিয়োগকারীদের সেই গুজব থেকে রক্ষা করে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চাই।

এজন্য আমরা শুরুতেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন আমাদের হাউজে বিও অ্যাকাউন্ট ওপেন করলেই আমরা টেকনিক্যাল এনালাইসিস ট্রেনিং করাবো ফ্রিতে। যাতে করে বিনিয়োগকারীরা গুজবের পিছনে না ছুটে নিজে বুঝে শুনে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে কষ্টার্জিত টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। বাজারের প্রাণ ভোমরা হলেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা ভাল থাকলে ভাল থাকবে পুঁজিবাজারের সঙ্গে জড়িত সকল ব্যবসা প্রতিষ্ঠান। তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিনিয়োগকারীদের সহযোগিতা করার। সেজন্য আমরা শুরু থেকেই একটি দক্ষ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করেছি। যারা সর্বদা বিনিয়োগকারীদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারে অবদান রাখতে চাই। নতুন নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও আধুনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য ‘ওএমএস’ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ। যাতে বিনিয়োগকারীরা দেশ ও দেশের বাহিরে থেকে ঘরে বসে বা কাজের ফাঁকে যেকোনও অবস্থান থেকে নিজের লেনদেন নিজেই সম্পন্ন করতে পারেন। আমাদের অঙ্গীকার শিক্ষিত বিনিয়োগকারী গড়ার।

উল্লেখ্য, ডিএসইর নতুন যে ৫৮টি ট্রেক ইস্যু করেছে এর মধ্যে ১২তম ট্রেক হিসাবে চলতি বছরের ৩১ মার্চ থেকে যাত্রা শুরু করছে স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ।