Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার

ucb stock regular

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দেখা যাবে এই তারকাকে।

তবে শুরু থেকে খেলবেন, নাকি প্রয়োজন বুঝে পরে মাঠে নামবেন, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিল কোচ তিতে। তিনি জানিয়েছেন, রোববার বিকেলে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়া ম্যাচের চূড়ান্ত একাদশ তৈরি করবেন।

নয়দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বল নিয়ে অনুশীলন করেছেন নেইমার। শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন নেইমার।

LankaBangla securites single page

চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোও নেইমারের মতোই বল নিয়ে আলাদা প্র্যাকটিস করেন। কিছুটা ভালো অবস্থা দানিলোর। তিনি দলের অন্য ফুটবলারদের সঙ্গে শুরু থেকেই প্র্যাকটিস করেছেন বলে জানা গেছে।

চোটে পড়ার পর থেকে এতদিন টিম হোটেলেই ফিজিওথেরাপি করেছেন নেইমার। চোটের তালিকায় থাকা অন্য ফুটবলাররা শনিবার প্র্যাকটিসের জন্য মাঠে গেলেও হোটেল ছেড়ে যাননি নেইমার। তিনি বরং ব্যস্ত ছিলেন হোটেলের জিমে প্র্যাকটিস করতে।

তারপর রাতে টিম বাসে গিয়ে লুসাইল স্টেডিয়ামে দলের খেলাও দেখেন। ক্যামেরুনের বিপক্ষে হারের পর ফুটবলাররা যখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, মাঠে ঢুকে সতীর্থদের সান্ত্বনা দিতে দেখা যায় নেইমারকে।

ব্রাজিল দলের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পুরো ফিট নেইমারকে পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকে নাও খেলানো হতে পারে। ওই ম্যাচে দলের প্রয়োজন হলে তিনি নামবেন।

অর্থসূচক/এমএস