Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: গোড়ালির চোট সারিয়ে ফুল ফিট নেইমার। দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন। নির্ভরযোগ্য ডিফেন্ডার দানিলো গোড়ালির চোট সারিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। চলতি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে অনুশীলন করেছেন। 

দুই জনেই সার্বিয়ার বিরুদ্ধে খেলার দ্বিতীয়ার্ধে চোট পেয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে, দুজনেই একসঙ্গে কামব্যাক করবেন। ফলে দুই তারকার ফিরে আসা যে 'মিনি হাসপাতাল' হয়ে যাওয়া ব্রাজিলের কাছে স্বস্তির কারণ, সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। গত তিন ম্যাচে গোলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছে সেলেকাওরা। 

তাই প্রশ্ন হল, তিতে কি আদৌ নেইমারকে শুরু থেকে নামিয়ে দেবেন? নাকি আগলে রাখবেন দ্বিতীয়ার্ধের জন্য। নেইমার খেললে সেলেসাওদের আক্রমণভাগে ভরসা তৈরি হয়। তিনি এবার খেলছেন ১০ নম্বর পজিশনে। একটু নিচ থেকে আক্রমণে যাচ্ছেন। সার্বিয়ার বিরুদ্ধে সেই ছকে খেলেই পেয়েছিলেন চোট। 

আসলে ব্রাজিলের 'পোস্টার বয়' সেই পজিশনে থাকলে ফরোয়ার্ড ত্রয়ীর সঙ্গে মিলে আক্রমণভাগ আরও জোরদার হয়। দু'দিকে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আর সামনে রিচার্লিসন। এই ত্রয়ীর সঙ্গে নেইমারের সেতুবন্ধ ঠিকঠাক হলে গোল নিয়ে আর গণ্ডগোল হওয়ার কথা নয়। 

নেইমার যে এই দলের স্কোর লাইনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতবড় ফ্যাক্টর সেটা সুইজারল্যান্ড ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে টের পাওয়া গিয়েছে। আজ রাত ১টায় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে এমন!

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, মিলিতাও/দানি আলভেজ, মার্কইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন। সূত্র: জি নিউজ, ভারত