Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দলে বর্ণবাদের শিকার হতেন টেলর

ucb stock regular

চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রস টেলর। অবসর নেয়ার চার মাস পর বোমা ফাটল নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের আত্মজীবনীতে থাকা একটি কথা নিয়ে। যেখানে জানা গেছে, সতীর্থ ক্রিকেটারদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হতেন তিনি!

‘রস টেলর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’- নামক নিজের আত্মজীবনীতে এই কথা প্রকাশ করেন সাবেক এই মিডল অর্ডার ব্যাটার। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা টেলর অবশ্য কারও নাম প্রকাশ করেননি, দুয়েক’টি ঘটনাই কেবল তুলে ধরেছেন তিনি।

টেলর তার আত্মজীবনীতে বলেন, ‘নিউজিল্যান্ডে ক্রিকেট ফর্সা মানুষের (শ্বেতাঙ্গ) খেলা। আমার ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই আমি আমার সতীর্থদের কাছে বর্ণবাদের শিকার হয়েছি। পলিনেশিয়ান সম্প্রদায় থেকে এসে এ খেলায় প্রতিনিধিত্ব করেছি। এ কারণে অবাক হওয়ার কিছু নেই যে লোকেরা মাঝে মাঝে ধরে নেয় আমি মাওরি বা ভারতীয়। ড্রেসিংরুমে অনেকভাবেই আমাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। দলের একজন সতীর্থ আমাকে বলতেন, “তুমি অর্ধেক ভালো লোক, রস। কিন্তু কোন অর্ধেক ভালো? একজন পাকেহা (শ্বেতাঙ্গ অধিবাসী) এই ধরণের মন্তব্য শুনে ভাববে, ‘ওহ, ঠিক আছে, এটা একটু আড্ডাবাজি।’ কিন্তু সে এটাকে একজন ফর্সা ব্যক্তি হিসাবে শুনছেন এবং এটা তার মতো লোকেদের জন্য কোনো ব্যাপারই নয়। কেউ তাদের সংশোধনও করে না।’

LankaBangla securites single page

টেলরের আত্মজীবনীতে এমন লেখা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যমগুলোতে। এই বিষয়টি নজর এড়ায়নি নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি)। ইতোমধ্যেই তারা এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এনজেডসি বর্ণবাদের নিন্দা করে এবং এই ধরনের আচরণের কথা রস প্রকাশ করার পর আমরা গভীরভাবে হতাশ। আমরা অবশ্যই তদন্ত করব। বিষয়টি নিয়ে আলোচনা করতে টেলরের সাথে যোগাযোগ করব।’

অর্থসূচক/এএইচআর