Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দুবাই কনস্যুলেটে শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

‘১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘঠিয়েছে বঙ্গবন্ধু সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোশতাক, তাই এ ধরনের বন্ধুদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সেদিন হত্যাকাণ্ডে সবার আগে হত্যা করা হয়েছিল ক্যাপ্টেন শেখ কামালকে। তিনি ছিলেন তারুণ্যের অহংকার।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব মন্তব্য করেন।

দুবাই কনস্যুলেটে আয়োজিত এ আলোচনা সভার পূর্বে কনস্যুলেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের হল রুমে ফুল দিয়ে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান জানান কনস্যুলেট কর্মকর্তা এবং উপস্থিত কমিউনিটি নের্তৃবৃন্দগণ।

হেড অব চ্যান্সারি মোজাফ্ফর হোসাইনের পরিচালনায় সিরাজ মোস্তফার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে আরো উপস্থিত ছিলেন কমার্সিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, প্রথম সচিব ফকির মনোয়ার। কমিউনিটি নের্তৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু জাফর, আইয়ুব আলী বাবুল, নাছির উদ্দীন কাউসার। এই সময় আরো বক্তব্য রাখেন- আবু জাফর, কাজী মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, আনসারুল হক, ইন্জিনিয়ার আবু হেনা, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, নাসির রেজা খান, শিমুল মোস্তফা, মনছুর সবুর প্রমুখ।