Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘দুঃসাহসিক’ কাজ করা থেকে বিরত থাকুন: ভারতকে পাকিস্তানি সেনাপ্রধান

পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিপক্ষে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের ‘দুঃসাহসিক’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন। অন্যথা পাকিস্তানও পূর্ণ শক্তিতেই জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। 

তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জেনারেল আসিম মুনির পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়েছেন কয়েক দিন আগেই। সেনাপ্রধান হওয়ার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে লাইন অব কন্ট্রোল পরিদর্শনে গিয়ে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তার এই মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। 

কাশ্মীর উপত্যকা ও চীন সীমান্তবর্তী পাকিস্তানি এলাকা গিলগিট-বালটিস্তান অঞ্চলের অবস্থা সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পৃথক বিবৃতির পর পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত অক্টোবরে আশা প্রকাশ করেছিলেন যে, শিগগিরই গিলগিট-বালটিস্তান অঞ্চলকে ভারত-শাসিত কাশ্মীরকে সংযুক্ত করা হবে। যে বিষয়ে বিজেপি সরকার ২০১৯ সালের আগস্টে কাজ শুরু করেছিল। তবে তার এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে ইসলামাবাদের দীর্ঘদিনের মিত্র বেইজিংয়ের কাছ থেকে। পরে, রাজনাথ সিংয়ের মন্তব্যের জের ধরে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ‘সেনাবাহিনী সরকারে সিদ্ধান্ত বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।’ 

ভারতীয় কর্মকর্তাদের এমন মন্তব্যের জবাবে জেনারেল মুনির বলেন, ‘পাকিস্তানের সেনারাও তাদের দেশ আক্রান্ত হলে জবাব দিতে প্রস্তুত।’ 

জেনারেল মুনির আরও বলেন, ‘আমরা সম্প্রতি গিলগিট-বালটিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর সম্পর্কে ভারতীয় নেতৃত্বের কাছ থেকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বিবৃতি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করেই বলছি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত থাকে—শুধু আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি রক্ষা করতেই নয় শত্রুর উপযুক্ত জবাব দিতেও—যদি কখনো আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়।’ 

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক এই প্রধান ভারতকে ইঙ্গিত করে বলেন, ‘যেকোনো ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে একটি ভুল ও দুঃসাহসিক পরিস্থিতি তৈরি করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তার জবাব পূর্ণ শক্তির সঙ্গেই দেবে।’