Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দুর্ঘটনায় নিহত হবেন জানতেন প্রিন্সেস ডায়ানা?

দুর্ঘটনায় নিহত হবেন জানতেন প্রিন্সেস ডায়ানা?

দুর্ঘটনায় নিহত হবেন জানতেন প্রিন্সেস ডায়ানা?

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ‘দ্য ডায়ানা ইনভেস্টিগেশন’ শিরোনামে তাকে নিয়ে নতুন প্রকাশিত নথি বলছে, নিজের মৃত্যু সম্পর্কে আচ করতে পেরেছিলেন তিনি। 

নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, মৃত্যুর দুই বছর আগে ডায়ানা ‘তার মনের বিষয়’ আলোচনার জন্য আইন উপদেষ্টার সঙ্গে এক গোপন বৈঠক ডেকেছিলেন।

ডায়ানার উপদেষ্টা ভিক্টর মিসকনের তথ্য অনুসারে, ডায়ানা তার ভবিষ্যতদ্বাণী সম্পর্কে বলেছিলেন আর তিনি নোট নিয়েছিলেন।

সেই নোটের তথ্য অনুসারে, ডায়ানা মিসকনকে নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলেছিলেন–  তাকে হত্যার জন্য একটি কার দুর্ঘটনা মঞ্চস্থ করা হতে পারে। প্রিন্সেস ডায়ানা আরও বলেছিলেন, দুর্ঘটনায় তার জীবন শেষ হতে পারে অথবা মারাত্মক আহত হতে পারেন তিনি।

১৯৯৭ সালের আগস্টে ফ্রান্সের আলমা ডি টানেলে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। তাকে বহনকারী গাড়িটি একটি পিলারের সঙ্গে  ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। বলা হয়, পাপারাজ্জি তাদের গাড়ি অনুসরণ করছিল। তাদের কবল থেকে বাঁচতে ডায়ানার গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় ডায়ানা ও তার দুই সহযোগী নিহত হন।