Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এবার প্রেমের টানে শ্রীলঙ্কান যুবক বাংলাদেশে

প্রেম মানে না কোনো বাধা। তাইতো প্রেমের টানে হাজারো মাইল পাড়ি দিয়ে প্রায়ই বাংলাদেশে ছুটে আসেন ভিনদেশি তরুণ-তরুণী। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান এক যুবক।

জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার উত্তর পাথুরিয়া গ্রামের শাহাদুল ইসলামের মেয়ে রাহেনা বেগম (৩২) চাকরির উদ্দেশ্যে জর্ডানে পাড়ি জমান। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় শ্রীলঙ্কান যুবক রোশান মিঠুনের (৩৩)। এরপর প্রেম। দেড় বছর আগে ওই যুবক নিজ দেশে ফিরে যান। সম্প্রতি তিনি শ্রীলঙ্কা থেকে জয়পুরহাটে এসে ওই নারীকে বিয়ে করেছেন।

রাহেনা বেগম বলেন, ‘পারিবারিকভাবে খুব কম বয়সে আমার বিয়ে হয়। সেই ঘরে আমার একটি বাচ্চাও আছে। ২০১৪ সালে জর্ডানে কাজ করতে যাই। সেখানে থাকতেই স্বামী আমাকে ডিভোর্স দেয়। পরে জর্ডানে আমার কোম্পানির সুপারভাজার রোশানের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের প্রেম হয়।’

তিনি বলেন, ‘দেড় বছর আগে রোশান নিজ দেশে ফিরে যায়। পরবর্তীতে একে অপরকে বিয়ে করতে সম্মত হই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশে চলে আসি। এর মধ্যে মোবাইলে আমাদের কথা হতো। তার পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে।’

রাহেনা আরও বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর রওশন ঢাকা বিমানবন্দরে আসলে আমি তাকে জয়পুরহাটের বাড়িতে নিয়ে আসি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অ্যাফিডেভিট করে আমরা বিয়ে করি।’

শ্রীলঙ্কান যুবক রোশান মিঠু অল্প অল্প বাংলা বলতে পারেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি। আমি এখানে এসে বিয়ে করেছি। এখানেই থাকতে চাই।’

রাহেনার বাবা শাহাদুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে জর্ডানে ছিল। ওই ছেলেও জর্ডানে ছিল। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে মেয়ে বিষয়টি আমাকে জানালে রোশানের পরিবারের সঙ্গে কথা বলি। তাদের কথাবার্তা অনেক ভালো লেগেছে। একপর্যায়ে ছেলেটিকে বাংলাদেশে আসতে বলি। এরপর তাদের বিয়ে দেওয়া হয়।’