Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এক বাংলাদেশি ক্রিকেটার পেলেন আইসিসির মাস সেরার মনোনয়ন

এক বাংলাদেশি ক্রিকেটার পেলেন আইসিসির মাস সেরার মনোনয়ন

এক বাংলাদেশি ক্রিকেটার পেলেন আইসিসির মাস সেরার মনোনয়ন

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ঝলমলে পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নিগার। সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া হবে এ পুরস্কার। প্রথমবারের মতো এই পুরস্কার জেতার হাতছানি নিগারের সামনে। 

এজন্য তাকে লড়তে হবে ভারতের হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে। এ দুজন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়ে অবদান রেখেছেন। নিগারের মতো হরমনপ্রীত ও স্মৃতিও এই প্রথম মনোনয়ন পেলেন।

গত মাসে আরব আমিরাতে টি-টোয়োন্টি বিশ্বকাপ বাছাইয়ে নিগারের নেতৃত্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুটি ফিফটিসহ ৪৫ গড়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮০ রান করেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দেন নিগার সুলতানা। 

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার আইসিসির মাসসেরা নারী খেলোয়াড়ের মনোনয়ন প্রথম পেয়েছিলেন গত বছর নভেম্বরে। নিগার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মনোনয়ন পেলেন।

এদিকে পুরুষ ক্রিকেটে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ভারতের বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।