Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এক বোতল পানির দাম ৪ লক্ষ টাকা!

এক লিটার পানি কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু ৭৫০ মিলিলিটার পানি কিনতে যদি ১৫ হাজার টাকা বা ৪ লক্ষ টাকা খরচ হয়, তা হলে? অবাক হচ্ছেন তো! এমনও পানীয় পানি আছে যার এক বোতলের দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। কেমন সেই পানি, কোথায় পাওয়া যায়, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাইন: জাপানের এই পানি প্রাকৃতিক ভাবে পরিশ্রুত। মাউন্ট ফুজির আগ্নেয় পাথরে পরিশ্রুত এই জল খনিজ পদার্থে সমৃদ্ধ এবং দূষণ মুক্ত। এই জলের একটি বিশেষত্ব হল, এতে সূক্ষ্ম একটা গন্ধ আছে। ২০০৫ সালে ফাইন এই পানির ব্যবসা শুরু করে। ৭৫০ মিলিলিটার পানির দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩০০ টাকা।

তাসমানিয়ান রেন: এক বোতল পানির দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে পাওয়া যায় এই পানি। বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই বোতলবন্দি করা হয়। আন্টার্কটিকা হয়ে সমুদ্রের ১৬ হাজার কিলোমিটার অতিক্রম করে বৃষ্টি যখন তাসমানিয়া পৌঁছয়, তখনই এই পানি বোতলবন্দি করা হয়। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন-এর সমীক্ষায় তাসমানিয়ার বাতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ।

সূত্র আনন্দবাজার

এমকে