Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এসডিজি অর্জনে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ। এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নিতে হবে।’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘এসডিজি অর্জনে দরকষাকষি ও বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এসডিজি অর্জনে সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে। প্রতিবছর অন্তত ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজনের বিপরীতে ১৫৬ বিলিয়ন ডলার সহযোগিতা পায় বাংলাদেশ। অর্থাৎ ৯৬ দশমিক ৫ শতাংশ বাজেট ঘাটতি থেকে যায়।’

সক্ষমতা গড়ে তোলা এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মহাসাগরের টেকসই ব্যবস্থাপনার জন্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আর্থিক, প্রযুক্তিগত এবং মানবসম্পদের ক্ষেত্রে বৈজ্ঞানিক সক্ষমতার বৈষম্যগুলো অবশ্যই দূর করতে হবে।’