Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এটি শুধু বিএনপির উপর নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত: ফখরুল

ucb stock regular

এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকদের নানা উস্কানিমূলক বক্তব্যই বলছিল এমন ঘটনা ঘটবে।

LankaBangla securites single page

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই ব্যাগে করে বিস্ফোরক এনে রেখেছে। উল্টো এখন মিথ্যা তথ্য দিচ্ছে।

কার্যালয় থেকে দলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, তারা সব ডকুমেন্ট নিয়ে গিয়েছে। এছাড়া লাইট এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটতে পারে না।

১০ ডিসেম্বরের সমাবেশের ব্যাপারে এখন বিএনপির সিদ্ধান্ত কী হবে? এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। এরপর সমাবেশের ব্যাপারে সবকিছু জানানো হবে।

বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। পরে রাত ৮টায় নয়াপল্টন থেকে চলে যান তিনি।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। বর্তমানে বিএনপি কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অর্থসূচক/এমএস