Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

হবিগঞ্জে পূজামণ্ডপে বিতরণ হচ্ছে ৩৩৬ মেট্রিক টন চাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার ৬৭৩টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ শুরু হয়েছে। জানা যায়, প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলায় চাল বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় এবার পূজামণ্ডপের সংখ্যা ৬৭৩টি। এগুলোতে ৫০০ কেজি করে মোট চাল বিতরণ হচ্ছে ৩৩৬ মেট্রিক টন। উপজেলা প্রশাসনের মাধ্যমে চালের বিক্রয়লব্ধ টাকা পূজা কমিটির নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কাজটি এখন বাস্তবায়ন করছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’