Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক’

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের বলেছেন, প্রার্থীর নাম পড়তে পারে না বলেই এখনও অধিকাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেন। এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া অযৌক্তিক। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম-এ ভোট নেওয়ার বিপক্ষে। দেশের মানুষও মনে করে ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক।

৫ নভেম্বর জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তি‌নি একথা ব‌লেন।

শেরীফা কাদের ব‌লেন, সারা পৃথিবী যখন ইভিএম বর্জন করছে, তখন এটি নিয়ে নির্বাচন কমিশনের অতি উৎসাহ সবার মনে সন্দেহ সৃষ্টি করেছে। বর্তমান বাস্তবতায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ।

এসময় শেরীফা কাদের এমপি’র হাতে ফুল দিয়ে বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিঠু হাসান জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগ দেন।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পা‌র্টির নেতা মোতাহার সিদ্দিকী, চম্পা মণ্ডল, আব্দুল হান্নান, মোস্তফা জামান বাবু, ফয়েজ আহমেদ, নিগার সুলতানা রানী, ওমর ফারুক সুজন, হাবিবুল্লাহ ফকির, আনিচুর রহমান বাপ্পি, মিরাজ মেহেদী, আফসানা ইয়াসমিন, রাজু আহমেদ, পঙ্কজ দাস, জি এ রাজু, শাহাদৎ হোসেন স্বপন, পিয়ারুল হক হিমেল, নাজিম উদ্দিন ভূঁইয়া, জিয়াউর রহমান, মিনি খান, আরাফাত ইসলাম সামী প্রমুখ।