Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইরানে বিক্ষোভকারীদের ৩ দিনের ধর্মঘটের ডাক

ইরানে বিক্ষোভকারীরা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। রোববার তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীরা তাদের পোস্টে জানিয়েছে, তারা বুধবার তিন দিনের অর্থনৈতিক ধর্মঘট এবং  তেহরানের আজাদি (স্বাধীনতা) স্কয়ারে সমাবেশের ডাক দিয়েছে। 

এর আগে গত সপ্তাহে একই ধরনের ধর্মঘটের ডাক দিয়েছিল বিক্ষোভকারীরা। ওই সময় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

এদিকে, ইরানের নীতি পুলিশ ‘বিলুপ্তির’ ঘোষণা নিয়ে নিশ্চিত কোনো সংবাদ পাওয়া যায়নি। শনিবার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাফর মনতাজরি স্থানীয় সংবাদমাধ্যমে জানান, এই বাহিনীর বিলুপ্তি করা হয়েছে। তবে রোববার এই বাহিনীর নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কিংবা  এর সত্যতা নিশ্চিত করেনি। বরং ইরানের সরকারি সংবাদমাধ্যম বলেছে, নীতি পুলিশ বিলুপ্তি ঘোষণার কোনো এখতিয়ার জাফর মনতাজরি নেই।