Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ শনিবার (৬ আগস্ট) শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের পড়াশোনার অংশ হিসেবে বিজনেস নেটওয়ার্কিং বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। 

কর্মশালা পরিচালনা করেন ভার্সিটির অ্যালামনাই, মার্কেটিং কমিউনিকেশন পেশাজীবী এবং কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তাসনুভা রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান। 

কর্মশালাটি সমন্বয় করেন সহযোগী অধ্যাপক ফারহানা খান।

বিজনেস নেটওয়ার্কিং ব্যবসার এমন একটি সিস্টেম, যেটা যেকোনও ব্যবসায় বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। এই সিস্টেমের মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাহায্য নিয়ে ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যায়। ফলে ব্যবসার এবং নিজের ক্যারিয়ারের বিকাশ ঘটে। 

এ বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য এই কর্মশালাটি ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম (সিএসপি) এর অধীনে প্রতিটি সেমিস্টারে ব্যবসায় অনুষদের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। 

কর্মশালার মূল উদ্দেশ্য হল নানা ধরনের কলাকৌশলসহ ছাত্রদের কর্পোরেট কিংবা ব্যবসায়িক জীবন সম্পর্কে একটি ভাল ধারণা দেওয়া, যাতে করে ব্যবহারিক জীবনে তারা বেশ ভাল করতে পারে।