Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইতিহাস সৃষ্টির প্রত্যয়ে স্পেনের বিপক্ষে মাঠে জাপান

ইতিহাস সৃষ্টির প্রত্যয়ে স্পেনের বিপক্ষে মাঠে জাপান

একটি জয় পেলেই ইতিহাস সৃষ্টি করবে এশিয়ান জায়ান্ট জাপান। স্বপ্ন জয়ের সেই প্রত্যয়ে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছে তারা। যদিও একটি জয় এবং একটি ড্র নিয়ে নকআউট রাউন্ডে এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের স্পেন।

এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে দানি ওলমোরা।

এরই মধ্যে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টির পথে মরিয়া হয়ে মাঠে স্পেনের বিপক্ষে লড়াই করছে জাপান। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে স্পেনের বিপক্ষে জিততেই হবে তাদের। শুরু থেকেই তাই আক্রমণ করার মানসিকতা নিয়েই খেলছে তারা।

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে পা রাখতে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার দিনগত রাত ১টায় শুরু হয় গুরুত্বপূর্ণ এ ম্যাচটি। দুই দলই বেশ শক্তিশালী একাদশ নিয়ে রণকৌশল সাজিয়েছে।

আজকের ম্যাচে স্পেন ও জাপানের একাদশ

স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

উনাই সিমন, আজপিলইকুয়েতা, রড্রি, পাউ টরেস, বালদে, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, নিকো উইলিয়াম, মোরাতা, দানি ওলমো

কোচ: লুইস এনরিকে

জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১)

সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, তানিগুশি, দাইচি কামাদা, তানাকা, ইতো, কুবো, মায়েদা, মোরিতা

কোচ: হাজিমে মরিয়াসু

এমকে