Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইউএনওর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে: অতিরিক্ত সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, বান্দরবানের আলীকদম উপজেলার ইউএনওসহ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনের যে কয়জন কর্মকর্তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে, তার প্রতিটি ঘটনার পৃথক তদন্ত হচ্ছে। এখন তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, অতিরিক্ত জেলা প্রশাসকেরা এসব তদন্ত করছেন। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন পেতে পারেন বলে তারা আশা করছেন।

গত শুক্রবার সন্ধ্যার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে আলীকদমে শনিবার বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

এনজে