Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইউক্রেন-তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৮ আগস্ট) লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাৎ করতে যাচ্ছেন। আর চুক্তির আওতায় ইউক্রেন থেকে খাদ্যশস্যের রপ্তানি ফের শুরু হয়।

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে হবে ন্যাটো প্রধান এমন কথা বলার একদিন পর এ সাক্ষাতের কথা বলা হলো। রুশ সৈন্যরা এ কেন্দ্র দখল করে নেয়ায় সেখানে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপির।

গুতেরেসের মুখপাত্র জানান, জাতিসংঘ প্রধানের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান খাদ্য শস্য রপ্তানি চুক্তির পাশাপাশি এ সংঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরও জানান, এ সময় ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুত কেন্দ্রের বিষয় আলোচনায় আসবে এ ব্যাপারে তার কোন সন্দেহ নেই।

বুধবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, গুতেরেস ইতোমধ্যে পৌঁছে গেছেন এবং তারা ‘ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল পেতে কাজ করবেন।’

গুতেরেস শুক্রবার ওডেসা বন্দর পরিদর্শন করবেন। ওডেসা হচ্ছে খাদ্য শস্য রপ্তানি চুক্তির সঙ্গে সম্পৃক্ত তিনটি বন্দরের অন্যতম। আঙ্কারার মধ্যস্থতার পাশাপাশি জাতিসংঘের উদ্যোগের আওতায় গত জুলাইয়ে এ চুক্তি করা হয়। চুক্তিটি পর্যবেক্ষণে কাজ করা কমিটি জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শনে তিনি সেখান থেকে তুরস্ক যাবেন।

ডি- এইচএ