Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইউক্রেনীয় হামলার মুখে ছেড়ে আসা এলাকা আবারও দখল করবে রাশিয়া

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলার মুখে রাশিয়া যেসব অঞ্চল থেকে পিছু হটেছে সেগুলো আবারও দখল করা হবে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের সেনারা গত মাসে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লাইম্যান ঘিরে ফেলে। এই শহরটিকে রাশিয়ার দখল করা দোনেতস্ক অঞ্চলের উত্তরে রসদ ও পরিবহন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহ শহরটিকে পিছু হটতে বাধ্য হয় মস্কোর সেনারা।

দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব এলাকা থেকে সেনারা পিছু হটছে এগুলো ‘ফিরিয়ে আনা হবে এবং এগুলো সারাজীবনের জন্য রাশিয়ার হবে।’

গত সপ্তাহে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চারটি অঞ্চলকে আনুষ্ঠানিভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এগুলো এখন থেকে রাশিয়ার নিজস্ব ভূখণ্ড বলে বিবেচনা করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট। এ সংক্রান্ত একটি বিল রুশ পার্লামেন্টে পাস হওয়ার পর তাতে বুধবার স্বাক্ষর করেছেন পুতিন।