Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইউপি কার্যালয়ে রাতেও উড়ছে জাতীয় পতাকা

রোববার রাত পৌনে ৮টা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ ছানাবড়া। এত রাতেও ভবনটিতে উড়ছে জাতীয় পতাকা।

কোনও অফিসে পতাকা উঠানো কিংবা নামানো বিষয়ে সরকার সময় নির্ধারণ করে দিয়েছে। সূর্যাস্তের পর পতাকা টানিয়ে রাখার কোনও নিয়ম নেই। এর ব্যত্যয় হলে কারাদণ্ড কিংবা অর্থদণ্ডের বিধান রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক দিন ধরেই এমন দৃশ্য দেখছেন তারা। ভবনের ভেতরে গেলে কথা হয় একজন উদ্যোক্তার সঙ্গে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘পতাকা উঠানো ও নামানোর জন্য গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া আছে। আজ কেন পতাকা নামানো হয়নি বিষয়টি জানা নেই।’

এ বিষয়ে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণত আমরা দুপুরের মধ্যে চলে আসি। যে কারণে বিষয়টি খেয়াল করিনি। মূলত গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া আছে কাজটি করার জন্য। পতাকা কেন নামানো হলো না বিষয়টি এখনই জানবো।’