Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইয়াশ-দীঘির ‘শেষ চিঠি’ 

তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো। এই টানাপড়েনে চলতে থাকে তুলি-শ্যামলের সংসার। কিন্তু এক সময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যায়! এমনটাই দেখা যাবে ‘শেষ চিঠি’র গল্পে। 

এতে আছে প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ। সুমন ধর পরিচালিত চরকি ফ্লিক ‘শেষ চিঠি’ মুক্তি পাচ্ছে আগামী ২ জুন রাত ৮টায়। 

এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘিকে। চরকির সাথে দীঘির এটাই প্রথম কাজ। তবে ইয়াশকে এর আগে চরকির ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘তিথির অসুখ’-এ দেখা গেছে। ইয়াশ ও দীঘির পাশাপাশি সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীকেও দেখা যাবে এই গল্পে।

চরকির সাথে নিজের প্রথম কাজ নিয়ে অনুভূতি প্রকাশ করে দীঘি বলেন, ‘এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই। চরকির যে কোনো কাজ, প্রোগ্রাম-প্রিমিয়ারে আমি থাকি। আর আমার প্রথম ওয়েবের কাজটাই চরকিতে মুক্তি পাবে ফলে আমার জন্য ব্যাপারটা ডাবল খুশির।’

অভিনেতা ইয়াশ ‘শেষ চিঠি’ নিয়ে বলেন, ‘চরকির সঙ্গে এ পর্যন্ত আমার দুটি কাজ করা হয়েছে।প্রতিটার গল্প ও আমার চরিত্র একদম ভিন্ন ছিল।শেষ চিঠি-তেও এর ব্যতিক্রম হয়নি।এখানে আমার যে চরিত্রটা দেখানো হয়েছে এখানেও একদম ভিন্ন ইয়াশকে দেখবে দর্শক।’

পরিচালক সুমন ধর তার কাজ নিয়ে বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন রয়েছি।সব সময় চেয়েছি ভালো নির্মাণ দিয়ে দর্শকের মন জয় করতে।বর্তমানে পুরো দুনিয়াসহ আমাদের দেশেও ওটিটি এখন বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে।নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট দেখার জন্য দর্শক দিন দিন ওটিটির দিকে ঝুঁকছে।আমিও চেষ্টা করেছি ‘শেষ চিঠি’-এর মধ্য দিয়ে ওটিটির জন্য নতুন গল্প দেয়া।’