Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

জ্বালানির বর্ধিত দাম প্রত্যাহার দাবি, শাহবাগে অবস্থান

জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন একদল বিক্ষুব্ধ মানুষ। ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ ব্যানারে গত শনিবার সন্ধ্যা থেকে রাতভর তারা রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মোহিদুল ইসলাম দাউদ বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চলবে।

রবিবারও (৭ আগস্ট) তাদের একই স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ছবি : ভোরের কাগজ

শনিবার সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পৌনে এক ঘণ্টা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করার পর ৭টার দিকে তারা সরে যান। এরপর বিক্ষোভ মিছিল করে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান শুরু করেন তারা।

পরে গণঅবস্থানে যুক্ত হন বিভিন্ন ছাত্র, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।