Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

জেলেনস্কির হুঁশিয়ারির পরপরই গণভোটের ডিক্রি জারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির হুঁশিয়ারি উপেক্ষা করে গণভোটের ডিক্রি জারি করেছে রুশ দখলে থাকা শহর জাপোরিঝজিয়ার প্রশাসন। এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পথ সুগম হলো শহরটির। খবর: দ্য গার্ডিয়ান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রবিবার স্থানীয় সময় রাতে হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি কোনো ধরনের গণভোট আয়োজন করে তা হলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

ইউক্রেনে হামলা করার পর মারিউপোল, মেলিতোপোল, খেরসন এবং জাপোরিঝজিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে রাশিয়া।

জেলেনস্কি এ হুশিয়ারির পরপরই জাপোরিঝজিয়ায় রাশিয়ার প্রতিষ্ঠিত প্রশাসন একটি ডিক্রি জারি করেছে। এই ডিক্রির মাধ্যমে গণভোট আয়োজন করে রাশিয়ার সঙ্গে জাপোরিঝজিয়ার যুক্ত হওয়ার পথ সুগম হলো।

এদিকে জাপোরিঝজিয়ায় অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্টটি নিয়ে এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে। গত কয়েকদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ প্ল্যান্টটিতে দুইবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।