Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ঝড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফের ম্যাচসেরা সাকিব

ucb stock regular

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের খেলা প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও দুরন্ত পারফরম্যান্সে পরের দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। তার অসাধারণ পারফরম্যান্সে বার্বাডোজ রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সাকিব যোগ দেয়ার আগে নিজেদের প্রথম ছয়টি ম্যাচে মাত্র একটিতে জিতেছিল গায়ানা। এমন পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু সাকিব যোগ দেয়ার পর টানা চারটি ম্যাচ জিতে নিয়েছে দলটি। ফলে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে প্লে-অফের টিকিট কাটলো শিমরন হেটমায়ারের দল। আর এই কারণে ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে দলটি। মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে আবারও বার্বাডোজের বিপক্ষে খেলবে তারা।

ম্যাচটি জিতলে চলে যাবে সরাসরি ফাইনালে। আর এই ম্যাচটি হেরে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দল।

LankaBangla securites single page

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৫ রানেই গুটিয়ে যায় বার্বাডোজ রয়্যালস। গায়ানার হয়ে রোমারিও শেফার্ড তিনটি উইকেট নেন। ২.৩ ওভার বোলিং করে ১২ রান খরচায় এক উইকেট নেন সাকিব। জবাবে মাত্র ১৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গায়ানা। ব্যাট হাতে ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ঠিক আগের ম্যাচটিতে ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। তারপর চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩টি উইকেট।

অর্থসূচক/এএইচআর