Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

জিয়া-এরশাদ-খালেদারা কিছুই দেয়নি, লুটে খেয়েছে: প্রধানমন্ত্রী


সময়ের কণ্ঠস্বর, কক্সবাজার: জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার দেশবাসীকে কিছুই দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা শুধু লুটেপুটে খেয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশবাসী যা কিছু পেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পেয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত। তার ছেলে তারেক রহমান দেশের অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। চোরা কারবারি করে ধরা খেয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, কক্সবাজার একটি সম্ভাবনাময় জায়গা। কিন্তু কোনো সরকার এখানকার উন্নয়নের দিকে নজর দেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই এখানকার উন্নয়নে মনোযোগ দেয়। এ সময় তিনি কক্সবাজারে উদ্বোধন করা ২৯টি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা চারটি প্রকল্পের তালিকা পাঠ করে শোনান।

এর আগে বুধবার বিকেল ৩টা ৫২ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। জনসভায় যোগদানের পাশাপাশি এখান থেকে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে উৎসবের আমেজে পরিণত হয়। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে। লাল-সবুজ রঙিন নৌকায় সাজানো হয়েছে স্টেডিয়ামের পাশের জলাধার।