Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কৌশল পরিবর্তনেই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি

লিগ ওয়ানের সবশেষ নয় আসরের আটটি শিরোপাই জিতেছে পিএসজি। কিন্তু এখনো জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা দেখাচ্ছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পেরা ফর্মে থাকায় বেড়েছে প্রত্যাশার চাপ। চাপ সামলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার করনীয় সম্পর্কে কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে পরামর্শ দিলেন সাবেক ফরাসি ফরোয়ার্ড জেরোম রদ্যাঁ।

সাবেক এই ফরোয়ার্ডের মত, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কৌশলে একটা পরিবর্তন আনতেই হবে পিএসজির। চলতি মৌসুমে গালতিয়ের পিএসজির রক্ষণে রাখছেন তিন ডিফেন্ডার। তবে রদ্যাঁর বিশ্বাস, পিএসজির উচিত হবে চার জন ডিফেন্ডার নিয়ে খেলা।

সম্প্রতি রদ্যাঁ আরএমসি স্পোর্টের অনুষ্ঠান অল্টার ফুট এ এমন মন্তব্য করেন। রদ্যাঁ বলেন, যদি আপনি মেসি, নেইমার আর এমবাপ্পেকে মাঠে রেখে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, তাহলে আপনাকে মাঝমাঠে তিন খেলোয়াড় নিয়ে খেলতে হবে, আর রক্ষণে একজন ডিফেন্ডার বাড়িয়ে চার জন খেলাতে হবে।

সাবেক পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো আগের মৌসুমে তার দলকে খেলিয়েছিলেন ৪-৩-৩ ছকে। মেসি, এমবাপ্পে আর নেইমারকে প্রায়ই একমাত্র সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় অদল বদল করে খেলিয়েছেন। এই ছকে পিএসজি ভালো-মন্দ দুই রকমের পারফর্ম্যান্সই উপহার দিয়েছে। যদিও পিএসজির আক্রমণভাগের গেল মৌসুমে বাজে পারফর্ম্যান্সের একমাত্র দায় শুধু এই ছকেরই নয়।

এনজে