Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কৌশল নির্ধারণে বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কর্মপরিকল্পনা ঠিক করার আগে বিভাগীয় নেতাদের মতামত নিতে ধারাবাহিক বৈঠকে বসেছে বিএনপি।

শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী ৪ অক্টোবর পর্যন্ত জেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক এই মতবিনিময় সভা করবে দলটির শীর্ষ নেতৃত্ব।

শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মঞ্চে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার বিকাল ৪টা থেকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধা ৭ টায়। প্রথম বৈঠকে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতারা অংশ নেন।

ছবি: ভোরের কাগজ

সূত্র বলছে, আগামী দিনের আন্দোলন-কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নির্ধারণের আগে তৃণমূলের সঙ্গে আলোচনা করবেন বিএনপির শীর্ষনেতারা। তৃণমূলের পরামর্শেই নতুন কর্মসূচি সাজানো এবং আন্দোলন-সংগ্রামে কেমন ভূমিকা থাকবে তা নেতাদের সঙ্গে পরামর্শ করছেন শীর্ষনেতারা। শনিবারের বৈঠকে অংশগ্রহণকারী বিভাগের নেতারাও নানা পরামর্শ দিয়েছেন।