Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

খেরসনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

অধিকৃত খেরসন শহরে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে রাশিয়া।

রাশিয়ার সেনাদের দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। খবর আল-জাজিরার।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু পর যে চারটি অঞ্চল মস্কো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করে নেয় খেরসন তার একটি।

দুই সপ্তাহ আগে এ শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেয় এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল শহরটির ওপর বড় রকমের হামলা চালাতে পারে রাশিয়া। সেই ধারণাই শেষ পর্যন্ত সত্য হয়েছে।

খেরসনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া বেসামরিক স্থাপনা এবং অ্যাপার্টমেন্ট ভবন, শিপইয়ার্ড, স্কুল-ভবন এবং গ্যাস পাইপের ওপর হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

ইউক্রেন জানিয়েছে, গত কয়েক দিনের প্রচেষ্টায় বহু জায়গার বিদ্যুৎব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব হলেও এখনো শতকরা ৩০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।