Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটা বড় প্রাপ্তি মনে করেন

খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটা বড় প্রাপ্তি মনে করেন

খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটা বড় প্রাপ্তি মনে করেন

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো আইসিসির এফটিপির অধীন যেতে পারায় খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের নারী ক্রিকেটের জন্য এটা বড় অর্জন বলে দাবি তাদের। 

এর মাধ্যমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ খেলার সুযোগ পাবে বলে জানান জাহানারা, সালমারা। আরও পড়ুন: যা কখনও আশা করেনি এমন সুখবর পেলেন টাইগাররা!

এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ও এশিয়া কাপের আগে সিলেটে আয়োজিত নারী ক্রিকেট লিগ, প্রস্তুতি হিসেবে ভালো কাজে দেবে বলে মনে করেন খেলোয়াড়রা।

আইসিসি প্রকাশ করেছে আগামী তিন বছরের নারী ক্রিকেটের সূচি। সূচি অনুযায়ী ২০২২-২৫ মৌসুমে ২৪'টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাহানারা-সালমারা। ফলে আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের সামনে।

আইসিসির এফটিপিতে এবারই প্রথম উঠে এসেছে বাংলাদেশের নাম, যা দেশের নারী ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন পেসার জাহানারা আলম। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

জাতীয় দলের এই তারকা বলেন, 'এখানে আমরা একেকজন প্রায় ১৪-১৫ বছর ধরে ক্রিকেট খেলছি, তবে এফটিপির আন্ডারে কিন্তু এই ফার্স্ট টাইম ইন করেছি। 

যে কম্পিটিটিভ টুর্নামেন্টগুলো আমরা খেলতে পারিনি এত বছর, যেমন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে আমরা খুব কম ম্যাচ খেলেছি। তাদের সঙ্গে র‍্যানডমলি সিরিজ খেলতে পারব, হোমে-অ্যাওয়েতে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হবে।'

সামনেই নারী ক্রিকেটের ব্যস্ত শিডিউল। সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এবং তারপরেই সিলেটে বসবে এশিয়া কাপ। তার আগে সিলেটে শুরু হওয়া জাতীয় নারী ক্রিকেট লিগ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন সালমারা। 

জাতীয় দলে এই তারকা অলরাউন্ডার বলেন, 'আশা করছি এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে, ভালো খেলেই আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে যেতে পারব।'

এদিকে জাহানারা বললেন, 'আমাদের ডমেস্টিকে কিন্তু ওই চিন্তা করেই টি-টোয়েন্টি রাখা হয়েছে। সো ইট উইল বি বেস্ট প্রিপারেশন। ৮টা টিমই খুব ভালো হয়েছে। ওয়েল ব্যালান্সড, সো যখনই একজন আরেকজনের সঙ্গে কমপিটিশন করবে এই মনোভাব থেকে যে, সিচুয়েশনটা হ্যান্ডলিং, এক্সপেরিয়েন্স গ্যাদার, ওটা হয়তো ন্যাশনাল টিমেও কাজে লাগতে পারে।'

তিন মৌসুম পর আট বিভাগীয় দলের অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে জাতীয় নারী ক্রিকেট লিগ। আয়োজক সিলেট টানা দুই আসরের চ্যাম্পিয়ন। এবার তাদের সামনে থাকছে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। 

জাতীয় নারী দলের অলরাউন্ডার ফাহিমা খাতুন বলেন, 'ব্যাটসম্যানরা একটু প্রপারলি খেলতে পারে, একটা ভালো টোটাল আমরা স্কোরবোর্ডে দিতে পারি, ডিফেন্ড করার জন্য আমার বোলিং সাইডটা স্ট্রং আছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারব।'

লিগে অংশ নেয়া সব কটি দলই গড়া হয়েছে ভারসাম্যপূর্ণ। আছে অনেক নতুন সদস্য। তাই লিগ শেষে এখান থেকে জাতীয় দলের অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে বলে মনে করেন খেলোয়াড়রা।