Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কক্সবাজারকে সৌন্দর্যের রাণী হিসেবে গড়তে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন নগরী কক্সবাজারকে অপরূপ সৌন্দর্যের রাণী হিসেবে গড়তে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এর আগে ২০১৭ সালের ৬ মে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন উন্নয়নসহ ব্যাপক মেঘা প্রকল্প হাতে নিয়েছেন তিনি।

আগামী বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন উপস্থিত নেতারা। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুর মোস্তফা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, শাখাওয়াত মুন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

প্রেস বিফ্রিংয়ে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী । এদিন প্রধানমন্ত্রী চলমান প্রকল্পের ২৮টি উদ্বোধন করবেন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মেঘা প্রকল্পের বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে দৃশ্যমান। 

বাস্তবায়নাধীন মেঘা প্রকল্পের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, কক্সবাজারবাসীর স্বপ্নের রেল লাইন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প, সাবরাং এক্সক্লোসিভ ট্যুরিজম জোন, মেরিন ড্রাইভ সড়ক, মেডিকেল কলেজ, সোনাদিয়া ইকো ট্যুরিজম, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, শেখ হাসিনা নৌ ঘাটি, হাই-টেক পার্ক, জাতীয় সমুদ্র গবেষণা ইনন্সিটিটিউট, অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ৪০টি বড় ধরনের উন্নয়ন মেঘা প্রকল্পের সুফল দ্রুত কক্সবাজারবাসীসহ দেশবাসী ভোগ করতে পারবেন।

বিফ্রিংয়ে নেতারা বলেন, সারা দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ব্যাপক উন্নয়ন দেশবাসীর জীবনযাত্রার মান পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে এক অপ্রতিরোধ্যগতিতে। এ এগিয়ে যাওয়া বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধীদের পছন্দ নয়। তাই তারা দেশের এগিয়ে যাওয়া এবং উন্নয়নের গতি ব্যাহত করার কু-মানসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অরাজগতা সৃষ্টি করে দেশের শান্ত পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য যেকোনো উপায়ে ক্ষমতা দখল করে লুটপাট, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করে এবং হাওয়া ভবনের মতো আরেকটি ভবন সৃষ্টি করে পাকিস্তানি ভাবধারায় অনুন্নত ও অস্থিতিশীল বাংলাদেশে রূপান্তরিত করা।