Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা সহ সারাদেশে আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। একইসঙ্গে আগামী দুই-তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার (৩০ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

এআই